আমতলীতে ১৬বছর পর জামায়াতে কর্মী সম্মেলন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ১৬বছর পর জামায়াতে কর্মী সম্মেলন
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪


আমতলীতে ১৬বছর পর জামায়াতে কর্মী সম্মেলন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

১৬ বছর পরে আমতলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমতলী পৌর শহরের চৌরাস্তায় রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতার আসার পর থেকে আমতলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। আওয়ামীলীগ ও পুলিশি হয়রানীর ভয়ে তারা প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারেনি। ১৬ বছর পরে আমতলী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার আমিন মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খাঁন রাযী। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন, তালতলী উপজেলা আমিন  মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমির ডাঃ নাজমুল হাসান, মোঃ আসাদুজ্জামান আল মামুন।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল মালেকের সঞ্চালনায় কর্মী সম্মেলন বক্তব্য রাখেন, বরগুনা জেলা শিবির সভাপতি সুমন আব্দুল্লাহ, সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা শিবির সভাপতি ঈশা, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবু জাফর ও কবির হোসেন প্রমুখ।

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:০৩ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ