নাজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শুক্রবার ● ২৫ অক্টোবর ২০২৪


নাজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে আয়রন ব্রিজের মালামাল চুরির অভিযোগে ১নং মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোনে বুলুকে(৬০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টেবার) সকাল ১১টায় নাজিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  তিনি ১নং মাটিভাংগা ইউনিয়নের আ.লীগের সভাপতি।
জানা যায়, ওই ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত আয়রন ব্রিজের মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে ২০২২ সালে একটি মামলা দায়ের করেন উপজেলা পরিষদ।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে  আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:১৬ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ