গলাচিপার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মু. শাহিন শাহ্ পেয়েছে নৌকা প্রতীক। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মু সামসুজ্জামান লিকন পেয়েছে আনরস প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা মালেক কলস প্রতীক এবং সাবেক পৌর মেয়র হাজী মোঃ ওহাব খলিফার মেয়ে ওয়ানা মার্জিয়া নিতু পেয়েছে বল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার টিউবওয়েল প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মাষ্টার তালা প্রতীক, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন উড়োজাহাজ প্রতীক, আজিজুর রহমান বাবলু ভূইয়া পেয়েছে চশমা প্রতীক। এদিকে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই মাঠে নেমে পড়েছেন। এমনকি মাইকিংও শুরু হয়ে গেছে।
উল্লেখ্য যে, চতুর্থ ধাপে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫০ ● ৭৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ