নেছারাবাদে নিষেধাজ্ঞায় ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে নিষেধাজ্ঞায় ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ড
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪


নেছারাবাদে নিষেধাজ্ঞায় ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ড

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে এক বছর করে কারাদন্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামের জেলে মো. মিজান (৩০), মো. রিয়াদুল আলী হাওলাদার (২৪) ও অর্থদন্ড প্রাপ্ত একই গ্রামের সাকিব (২২)।
রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানাগেছে, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান চলাকালে শনিবার ভোররাতে উপজেলার অলংকারকাঠি এলাকার সন্ধ্যানদী থেকে মো. মিজান, রিয়াদুল আলী হাওলাদার ও সাকিব আটক করে। এ সময় ১০ হাজার মিটার জাল ও ১৫টি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃতদের ওই আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই দন্ডাদেশ দেন। জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থাণীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৬:২৭ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ