কাউখালীতে ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ড
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪


কাউখালীতে ইলিশ শিকারে দু‘জেলের কারাদন্ডকাউখালী(পিরোজপুর)সংবাদদাতা

নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের কাউখালীতে উপজেলায় কচা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে এক মাসের বিনাশ্রম  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাউখালীর চিরাপাড়া গ্রামের রাজিব খান(২৪),ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মিন্টু ডাকুয়া(২৩)।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা । এমন খবরে  গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই ২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৫ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ