দুমকিতে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪


দুমকিতে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয়-চতুর্থ দিনে ১১হাজার মিটার কারেন্ট জাল ও ৩০কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গত ২৪ঘন্টা পায়রা নদীতে অভিযান চালিয়ে ৩০কেজি পরিমাণ মা ইলিশসহ অন্তত: ১১হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে প্রশাসন। অভিযানের ট্রলার দেখে জাল ফেলে জেলেরা তীরে ওঠে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন। জব্দকৃত জালগুলো পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা, পাতাবুনিয়া এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো ওই এলাকার ৩টি মাদ্রাসার লিল্লা বোডিং ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্বদেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল আলম, ফিল্ড অফিসার সাইফুল ইসলাম, ও থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: শাহীন মাহমুদ বলেন, আটককৃত জালগুলো পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা ও পাতাবুনিয়া এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং জব্দকৃত ৩০কেজি ইলিশ মাছ ৩টি মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৬ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ