স্মার্ট কার্ডের সাথে ব্যবহার স্মার্ট হতে হবে-ডিজি মাহবুব

প্রথম পাতা » বরিশাল » স্মার্ট কার্ডের সাথে ব্যবহার স্মার্ট হতে হবে-ডিজি মাহবুব
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪


স্মার্ট কার্ডের সাথে ব্যবহার স্মার্ট হতে হবে-ডিজি মাহবুব

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদার বলেছেন, স্মার্ট কার্ডের ব্যবহার স্মার্ট ভাবে করতে হবে। তাহলেই এর সুফল পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র সেবাদানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভোগান্তি ও দূর্র্নীতি হয়। আমরা সেগুলোর মূলোৎপাটনের জন্য কাজ করছি।  বৃহস্পতিবার বেলা এগারোটায় বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনির-উজ জামান মনির, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজীদ শরীফ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের মাঝে প্রধান অতিথি স্মার্ট জাতীয় পারিচয়পত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধণ করা হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৫৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ