নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪


নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বিভিন্ন অনিয়মের দায়ে ডিমের দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার জগন্নাথকাঠি ও মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীন ফিড বিক্রির দায়ে স্বরূপকাঠি পোল্ট্রি ফিডকে ৪ হাজার টাকা, মুনির ফার্মেসীকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ডিমের দোকানদার সোহেলেকে ১ হাজার টাকা ও পচা-বাসি খাবার বিক্রির অপরাধে বাংলা ফুডকে ৩ হাজার টাকা জরিমান করেন। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার এস আই মো.মনিরুল ইসলাম, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. লোকমান হাকিম, বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা প্রমুখ। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪৬ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ