ফুলবাড়ীতে বাজারমূল্য স্থিতিশীলে প্রশাসনের তদারকি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে বাজারমূল্য স্থিতিশীলে প্রশাসনের তদারকি
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪


ফুলবাড়ীতে বাজারমূল্য স্থিতিশীলে প্রশাসনের তদারকি

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকার ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর বাজার তদারকি করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের তদারকি দল পৌরশহর ও পৌর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানোসহ নিত্যপণ্যের কেনাবেচার রসিদ খতিয়ে দেখা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, স্থানীয় ব্যবসায়িদের অযৌক্তিভাবে দাম বাড়িয়ে নিত্যপণ্য বিক্রি না করতে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করলে সেই ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদরকি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর সেনেটারী ইন্সপেক্টর পলাশ সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:২৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ