অভিযানের দ্বিতীয় দিনদুমকিতে ১৩হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » অভিযানের দ্বিতীয় দিনদুমকিতে ১৩হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪


দুমকিতে ১৩হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিনে ১৩হাজার মিটার কারেন্ট জাল ও ১২কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালিয়ে ১২কেজি ইলিশসহ অন্তত: ১৩হাজার মিটার কারেন্ট জাল আটক করতে সক্ষম হন। তবে অভিযুক্ত জেলেদের কাউকে আটক করতে পারেনি প্রশাসন। জব্দকৃত জালগুলো পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো একটি হাফেজিয়া মাদ্রাসার লিল্লা বোডিং এ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে ১৩হাজার  মিটার ইলিশ জাল ও ১২কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃত ইলিশ জাল গুলো উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: শাহীন মাহমুদের উপস্থিতি ও নির্দেশে পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং জব্দকৃত ১৩কেজি ইলিশ মাছ দুমকি সাতানী হাফেজি মাদ্রাসার লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৬ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ