নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪


নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে এক অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ভবনের সম্মুখে আয়োজিত অগ্নিনির্বাপক মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা অংশ নেয়। এসময় তারা উপস্থিত শিক্ষার্থীদের অগ্নিনির্বাপক কিছু কৌশল শিখিয়ে দেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, সাংবাদিক ফয়সাল হাসান সুজন, আজিজুল ইসলাম ও সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এমাম সিকদার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ