কাউখালীতে দুর্গা পূজামন্ডপ পরিদর্শণে সেনাবাহিনী

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দুর্গা পূজামন্ডপ পরিদর্শণে সেনাবাহিনী
মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪


কাউখালীতে দুর্গা পূজামন্ডপ পরিদর্শণে সেনাবাহিনী

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দুর্গা উৎসবের সময় দুস্কৃতকারীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এ জন্য মন্দিরে মন্দিরে অন্যান্য প্রশাসানের সাথে টহলে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার(৮অক্টোবর) দুপুর ১২ টায় কাউখালী উপজেলার শ্রী শ্রী মদন মোহন আখড়াবাড়ীর সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আরিফুল ইসলাম (পিএসসি)।
এর আগে মন্দির প্রাঙ্গনে কাউখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শারদীয় দুর্গাপূজা নির্বিগ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আরিফুল ইসলাম (পিএসসি),ক্যাপটেন আনাস আহমাদ আকাশ,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা বিএনপি’র আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ,এম,দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার প্রমূখ।
এ বছর কাউখালী উপজেলায় ২৪টি পুজা মন্ডবে এবার দুর্গা পূজা উদযাপন হতে যাচ্ছে।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৪ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ