নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ!
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪


নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বলদিয়া ইউপির চামী গ্রামের সোহেল (৩৩)। ছত্রিশ ঘন্টা অতিবাহিত হলেও কোন সন্ধান মিলেনি সোহেলের। পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা নদিতে এবং পার্শবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ সোহেলের চাচাত ভাই রফিকুল ইসলাম নেছারাবাদ থানায় সাধারন ডায়রি করেছেন।
রফিকুল ইসলামের দেওয়া তথ্য মতে জানা যায়, সোহেল নিজ বাড়ী এলাকায় ছোট একটি দোকান আছে, মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে যায়। গত মঙ্গলবার রাত ১১ টার সময় প্রতিবেশি, গাফ্ফার, মালেক, সাইফুল ও ফারুকের সাথে মিলে নিজ নিজ নৌকায় করে বর্শি দিয়ের মাছ ধরার জন্য সন্ধ্যা নদীর ছারছীনা এলাকায় যায়। বুধবার সকাল ১০ টার দিকে সোহেলের সংগীরা ছারছীনা দরবারের দক্ষিন দিকে সন্ধ্যা নদীতে দেখেছেন। এরপর প্রবল বৃষ্টি শুরু হলে তাকে আর দেখা যায়নি। বৃষ্টির পর তার নৌকা ভাসতে দেখে তারা নৌকার কাছে গিয়ে নৌকার মধ্যে তার মোবাবইল ফোন পায় কিন্তু সোহেলকে খুজে না পেয়ে এলাকায় খবর দিলে লোকজন সহ সন্ধ্যা নদীতে তল্লাশি করেছি, মাইকিং করেছি। থানায় সাধারন ডায়রি করেছি। এখনো আমরা নদীতেই অবস্থান করছি। সোহেল ১ ছেলে ও ১ মেয়ের পিতা। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, নিখোঁজ সংক্রান্তে থানায় সাধারন ডায়রি করা হয়েছে। একজন এস আইকে ঘটনা স্থলে পাঠিয়ে খোজ খবর নেওয়া হচ্ছে। ###

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২১ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ