পবিপ্রবিতে ভিসি নিয়োগ দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » কুয়াকাটা » পবিপ্রবিতে ভিসি নিয়োগ দাবিতে মানববন্ধন
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪


পবিপ্রবিতে ভিসি নিয়োগ দাবিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার (২২ সেপ্টম্বর) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তৃতা করেন,  প্রক্টর প্রফেসর আবুল বশার খান, সিএসই অনুষদের শিক্ষক প্রফেসর ড. খোকন হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন,  ডেপুটি রেজিষ্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম, মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি প্রমুখ।
বক্তারা বলেন, বাহির থেকে ভিসি আসলে ক্যাম্পাসের ভেতরে অন্ত: কোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে , সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, বাহিরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ ও দূর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্যে থেকে ভিসি চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যেকোন একজন যোগ্য শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ