মেগাপ্রকল্পে জমি অধিগ্রহণকলাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুণর্বাসনের দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » মেগাপ্রকল্পে জমি অধিগ্রহণকলাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুণর্বাসনের দাবি
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪


---কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেগাপ্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন ও প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জন সুরক্ষা ফোরাম এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ আয়োজনে প্রান্তজনের সহযোগীতায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়ক শুভংকর চক্রবর্তী। আলোচনা করেন সদস্য অধ্যাপক গাজী জাহিদ হোসেন, পু®প চক্রবর্তী কলাপাড়া পরিবেশ ও জন সুরক্ষা মঞ্চের সদস্য সচিব কাউন্সিলর মনোয়ারা বেগম।

প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১২:২৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ