গৌরনদীতে ধারের টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে জখম

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ধারের টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে জখম
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪


গৌরনদীতে ধারের টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে জখম

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে লিটন সরদার নামের এক দিনমজুরকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্ধি বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে (লিটন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লিটন সরদার অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে আমার প্রতিবেশী বাঙ্গিলা গ্রামের নাছিম খান আমার কাছ থেকে ৫হাজার টাকা ধার নেয়। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রামসিদ্ধি বাজারে বসে আমি নাছিমের কাছে ধারের পাওনা টাকা ফেরত চাই। পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে নাছিম খান ও তার সহযোগিরা আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত নাছিম খানের ব্যবহৃত মুঠোফোন একাধিকবার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৩ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ