পবিপ্রবি’র অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জামাল

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’র অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জামাল
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪


পবিপ্রবি’র অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জামাল

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। শিক্ষামন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা ক্রমে ডিন কাউন্সিলের এক জরুরী সভায় তাকে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেয়া হয়। পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি (অধ্যাপক জামাল হোসেন) সাময়িকভাবে জরুরী, প্রশাসনিক ও আর্থিক  দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে গত ১৭ আগস্ট প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টি উপাচার্য শূণ্য রয়েছে।


এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:১১ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ