গৌরনদীতে মাদার তেঁরেসা’র মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে মাদার তেঁরেসা’র মৃত্যুবার্ষিকী পালিত
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪


গৌরনদীতে মাদার তেঁরেসা’র মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

শান্তিতে নোবেল বিজয়ী বিশ^ অগ্রদূত মাদার তেঁরেসার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের  গৌরনদীতে আলোচনা সভা, বিশ^ শান্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সাদাকো-হাকন আইসিইজি লিঃ-এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়িতে মাদার তেঁরেসার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সাদাকো-হাকন আইসিইজি লিঃ-এর চেয়ারম্যান এইচ. এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সাদাকো- হাকন আইসিইজি লিঃ-এর ডিরেক্টর মোসাৎ রিনা তালুকদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, টেমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবদুস সালেক।
বক্তব্য রাকেন,  সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ, এইচ.এম আল-আমিন, মো. আবুল কালাম তালুকদার প্রমূখ।  শেষে বিশ^ শান্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ