ফুলবাড়ী দিবসে ৬দফা বাস্তবায়নের তাগিদ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ী দিবসে ৬দফা বাস্তবায়নের তাগিদ
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪


ফুলবাড়ী দিবসে ৬ দফা বাস্তবায়নের তাগিদ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেল গ্যাস জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার (২৬ আগস্ট) ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ফুলবাড়ী দিবস পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ফুলবাড়ী দিবসের শোক র‌্যালী পৌরশহরে বের করা হয়। র‌্যালী শেষে ফুলবাড়ী ছোট যমুনা নদীর বড়ব্রিজ সংলগ্ন ২৬ আগস্টের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিবসটি পালনের জন্য ফুলবাড়ী শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় গণফ্রন্ট, বাসদ (মাহাবুব), সাম্যবাদী আন্দোলন, দেশপ্রেমিক শ্রমিক-কৃষক ছাত্র-জনতা, জনগণতান্ত্রিক ছাত্র সংঘ, ফুলবাড়ী পৌর সভার সদ্য সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজ, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সম্মিলিত পেশাজীবী সংগঠন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি, ফুলবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফুলবাড়ী দোকান কর্মচারি শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী কুলি শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, মৃত্তিকা খেলাঘর আসর, শহীদ সালেকিনের পরিবার, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাসদ, ফুলবাড়ী লেদ শ্রমিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদ ফুলবাড়ী, ফুলবাড়ীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন ফুলবাড়ীসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে শোক র‌্যালীসহ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এদিকে সকাল সাড়ে ১১ টায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শহীদ বেদি চত্বরে আয়োজিত ফুলবাড়ী কয়লাখনি বিরোধী শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা শাখা আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং মো. আব্দুল কাইয়ুম ও মাহমুদুল হাসান বাবুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকম-লীর সদস্য মোশাররফ হোসে নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাব হোসাইন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আবহবায়ক শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলম, বাসদ (মাহাবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য দীপক রায়, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ন্যায়পাল অ্যাড. রায়হান কবির, লেখক ও সংগঠক নাহিদ হাসান নরেজ, জেলা নেতৃবৃন্দের মধ্যে সিপিবির মেহেরুল ইসলাম, জাসদের এড. লিয়াকত আলী, সাম্যবাদী আন্দোলনের মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের আকতার আজিজ, স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সদস্য হামিদুল হক, সাবেক সদস্য সচিব উপজেলা শাখা সিপিবি’র সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, গণফ্রণ্ট নেতা কমল চক্রবর্তী, পার্বতীপুর শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক হাফিজুর রহমান, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের সমন্বয়ক ফিয়াজ আহমেদ, মৃত্তিকা খেলাঘর আসরের জেরিন জামান নিঝুম প্রমুখ।
বক্তারা বলেছেন, ‘এশিয়া এনার্জি ফুলবাড়ীর কয়লা সম্পদ লুটপাট করতে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। খনি বিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য আন্দোলনকারি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারসহ তাদের সুবিধাভোগীদের গ্রেফতার এবং ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণবাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে আবারো আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী দিবস উপলক্ষে নিরাপত্তার জন্য সকাল থেকে অতিরিক্ত পুলিশ সদস্য পৌরশরের গুরুত্বপূণ এলাকায় মোতায়েন ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, দিবসটিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ উপজেলা প্রশাসনের সার্বিক নজর দারি ছিল।

এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:২১ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ