নেছারাবাদে জন্মাষ্টমী পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জন্মাষ্টমী পালিত
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪


নেছারাবাদে জন্মাষ্টমী পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা পূজা উদ্যাপন পরিদের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় রাধা গবিন্দ সেবাশ্রমে ওই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের ব্যয় সংকোচন করে উদ্বৃত্ত অর্থ বানভাসী মানুষের জন্য দান করা হয়েছে। পূজা পার্বন ও গীতা আলোচনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিঠত হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিক লাল সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মানিক লাল দত্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর জামায়াতের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সম্পাদক নুরুল আমিন,  ধর্মী বিষয়ে আলোচনা করেন উপজেলা ইসকনের প্রধান ডা. গকুল চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক ডা. সৌরভ সুতার, পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিপুল নারায়ন চৌধূরী, রাধা গবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন লাল সাহা প্রমুখ। উপজেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার জানান, অনুষ্ঠানের ব্যায় সংকোচন করে উদ্বৃত্ত অর্থ বানভাসী মানুষের কল্যানে দান করার জন্য কেন্দ্রী পূজা উদ্যাপন পরিষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৭ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ