পবিপ্রবি’র ভিসি ও ট্রজারার’র পদত্যাগ

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’র ভিসি ও ট্রজারার’র পদত্যাগ
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪


পবিপ্রবি’র ভিসি ও ট্রজারার’র পদত্যাগ

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মাদ আলী স্বীয় পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলের যে কোন সময়ে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের বরাবর পদত্যাগ পত্র পেশ করেছেন।  প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও প্রফেসর মোহাম্মাদ আলী নিজ নিজ কর্মস্থল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১৭ মে তারিখ থেকে ভিসি ও ট্রেজারার পদে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতন ও দেশ ত্যাগের পর থেকেই সাবেক সরকার আমলে নিয়োগ পাওয়া ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবি ওঠে। ছাত্রজনতার দাবির মুখে তারা পদত্যাগ করে ক্যাম্পাস ত্যাগ করেছেন।


এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৪৯ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ