চরফ্যাশনে নিম্মাঞ্চল প্লাবিত!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নিম্মাঞ্চল প্লাবিত!
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪


চরফ্যাশনে নিম্মাঞ্চল প্লাবিত!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ঢালচর, চরকুকরী-মুকরি, মজিবনগর, আহম্মদপুরের মেঘভাসান ও মাদ্র্রাজের সামরাজ প্রবল বর্ষা ও জোয়ারের পানিতে পানি উঠে প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ।
জানা যায়, বৃহম্পতিবার রাত ও শুক্রবার সকালে জোয়ার ও প্রচুর বৃষ্টি হয় ফলে নদীর পানি বেড়ে যায়। এতে নিমাঞ্চল গুলো প্লাবিত হয়ে পুকুরের মাছগুলো ভেসে যায়। ঢালচর কুকরি মুকরি ও মজিব নগর গবাদি পশুর নিরাপত আশ্রয়নের জন্যে নেই কোন কিল্লা। ফলে অরক্ষিত হচ্ছে গবাদী প্রাণীগুলো।
উপজেলা ইউএনও নওরীন হক বলেন, প্লাবিত হওয়ার সংবাদ পেয়েছি। তাদের জন্যে জেলা প্রশাসকের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০০ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ