নাজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগে মিষ্টি বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগে মিষ্টি বিতরণ
বুধবার ● ২১ আগস্ট ২০২৪


নাজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগে মিষ্টি বিতরণ

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ছাগল কান্ডে জড়িত বহুল আলোচিত পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাক্তার ফজলে বারীর নারী কেলেংকারী সহ অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের খবরে নাজিরপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (২১আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভীতর কর্তব্যরত বিভিন্ন কর্মচারী ও ভুক্তভোগী স্থানীয়রা এ মিষ্টি বিতরন করেন। এর আগে গত মঙ্গলবার (২০ আগস্ট) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত থাকা অবস্থায় পদত্যাগ করেন। জানা গেছে, নারী কেলেঙ্কারী ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার দায় স্বীকার করে শিক্ষার্থীদের তোপের মুখে ওই দিন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। জানা গেছে, এর আগে তিনি জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকাকালে নারী কেলেঙ্কারী সহ অর্থ লুট-পাটের সাথে জড়িত ছিলেন। এমন কি গত ২০২১ সালের ১৯ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভীতরে ঘাস খেতে আসা একটি ছাগল আটকে  কর্মচারীদের দিয়ে  জবাই করে ভূরিভোজ করেন। এ ঘটনায়  ছাগলটির মালিক স্থানীয় ব্যবসায়ী  আব্দুল  লায়েক ফরাজী বাদী হয়ে ওই বছরের ২ডিসেম্বর পিরোজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তার এসব বিতর্কিত কর্মকান্ড নিয়ে তখন বিভিন্ন জতীয় দৈনিক পত্রিকায় নিউজ হয়। পরে  বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে গত ২০২২ সালের ১৯ জানুয়ারী তাকে বদলি করা হয়। এর আগে তিনি ২০২০ সালের ২৬ জানুয়ারী নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি। এমন কি খুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায় নি।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ