গৌরনদীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা, আহত-৭

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা, আহত-৭
রবিবার ● ১১ আগস্ট ২০২৪


গৌরনদীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা, আহত-৭

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে যুবলীগ নেতা মানিক সরদারের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে  প্রতিপক্ষ রঞ্জু সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার  চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে  এ ঘটনা ঘটে। অপরদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে শনিবার সকালে হোসনাবাদ গ্রামে  আবু বক্কর রাঢ়ী  ও ইউসুব রাঢ়ীর মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩  জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী যুবলীগ নেতা মানিক সরদারের  স্ত্রী জাকিয়া খানম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ রঞ্জু সরদারের নেতৃত্বে  কতিপয় সন্ত্রাসী  গত ৭ আগষ্ট  আমাদের মুরগীর ফার্মে হামলা করে ৩০টি মুরগী লুট করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাত ২টার দিকে রঞ্জু সরদার ও তার ৩/৪ সহযোগী আমাদের বসতঘরের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাপত্র তছনছ, আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্নালংকার  লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় দূবৃত্তরা পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। প্রতিপক্ষ রঞ্জু সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে কয়েকদিন আগে আমার বিরুদ্ধে  চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করলে মামলাটি মিথ্যা প্রমানিত হয়। দেশের এই সংকটময় মুহুর্তে প্রশাসনের সহানুভূতি নেওয়ার জন্য  নিজেরা ঘরের মধ্যে আসবাবপত্র তছনছ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, রিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমসআর/এমআর


বাংলাদেশ সময়: ২২:৫৩:২৩ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ