পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
বুধবার ● ৩১ জুলাই ২০২৪


পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

“ভরবো মাছে মোদের দেশ  গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসন এর আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা
এ সময় বক্তারা বলেন ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম । বাংলাদেশের উৎপাদিত মাছ বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। তাই মাছের উৎপাদন আরো বেশি বৃদ্ধি করতে হবে। এই জেলায় যেখানে মাছ চাষ করার উপযুক্ত পুকুর রয়েছে সেখানে মাছ চাষ করতে হবে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৬ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ