নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
বুধবার ● ৩১ জুলাই ২০২৪


নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেøেক্সর সামনে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিসের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপেøেক্সর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, মৎস্য জীবি সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৬:১৯ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ