নাজিরপুরে রেমাল ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে রেমাল ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪


---

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(৩০ জুলাই) দুপুরে  উপজেলার স্বাধীনতা মঞ্চে  ১০১  জন ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন  ও  খরচ হিসাবে  ৫ হাজার টাকা ও যাতায়াত খরচ প্রদান করা হয়েছে। এ সময় প্রত্যেককে দু’টি করে গাছের চারাও প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন। এ সময় এমপি শ.ম রেজাউল বলেন, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবির প্রবেশ করে হত্যা ও জ¦ালাও-পোড়াও করেছে। এতে দেশের সম্পদ ও প্রাণহানী ঘটেছে। দেশকে রক্ষা করতে আমাদের সকলকে এ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০১:৩২ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ