দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪


দুমকিতে মৎস্য সপ্তাহ শুরু

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

’ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর দুমকিতে জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সপ্তাহ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে গৃহীত নানা সরকারি উদ্যেগ, ইলিশ সংরক্ষণ, রেণু ও জাটকা নিধন বন্ধে প্রতিবন্ধকতা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় ফিল্ড অফিসার মো: সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:১৩ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ