গলাচিপায় ৩ দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৩ দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন
শুক্রবার ● ২৬ জুলাই ২০২৪


গলাচিপায় ৩ দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শ্রী হরিমন্দিরে ৩ দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন সমাপ্ত হয়েছে। “কৃষ্ণ, নামের অর্থ সর্বাকর্ষক, ‘রাম, নামের অর্থ সর্ব মনোহর।” শ্রী শ্রী কৃষ্ণ ভক্তিধন প্রেমের সম্পদ। তাহারে ভজিলে আরনা থাকে আপদ। মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ, হানাহানি, নৈরাজ্যের আবর্তে হচ্ছে মানবকূল। সেই সব অপধর্ম দূরীকরণে, কলি যুগের অবতীর্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শনকে অন্তরে ধারণ করে জাতি-ধর্ম-বর্ণের বিভেদ দূর করার লক্ষে, শ্রীকৃষ্ণ-রাধা নামের পূর্ণতা লাভ করার আলোকে গলাচিপা সদরের বটতলা হরি মন্দির কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
এতে শ্রীমদ্ভাগবত পর্বের বিশ্লেষণ, ত্রিনাথ পূজা, প্রতিদিন মধ্যাহ্নে ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। গত ২রা শ্রাবণ ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে সনাতন ধর্মের শত শত নারী পুরুষের সমাগমে পূর্ণ্য লাভ এর আশায় ধর্মীয় গীত কীর্তন উপভোগ করে। দেশের বিশিষ্ট ধর্মজ্ঞানী কুমারী আশালতা মন্ডল (সাতক্ষীরা) তার দল নব নিত্যানন্দ সম্প্রদায় অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানকে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য জনপ্রিয় জননেতা এস.এ শাহজাদা (এমপি) মহোদয় আ’লীগ সভাপতি সম্পাদক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার বণিক, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, হরিমন্দির কমিটির সভাপতি শ্রী দিপক বণিক ও সাধারণ সম্পাদক সম্ভুনাথ সাহা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানান। উল্লেখ্য প্রতিবছর হরিমন্দির কমিটি ভক্তবৃন্দের জন্য এই লীলা কীর্তন করে আসছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪৪ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ