চরফ্যাশনে নারিকেল গাছে মৃত্যু, লাশ নামালো ফায়ারকর্মীরা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নারিকেল গাছে মৃত্যু, লাশ নামালো ফায়ারকর্মীরা
শুক্রবার ● ২৬ জুলাই ২০২৪


চরফ্যাশনে নারিকেল গাছে মৃত্যু, লাশ নামালো ফায়ারকর্মীরা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল ঢালী(৫০)নারিকেল গাছেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহম্পতিবার বিকাল ৫টায় ইঁদুরে নারিকেল খেয়ে ফেলে মর্মে ৬০ফুট উপরে গাছে জাল দিতে উঠে মোফাজ্জল ঢালী। ওই গাছেই হৃদক্রিয়া বন্ধ হয়ে গাছের সাথে টানানো অবস্থায় দেখাতে পায় স্থানীয়রা। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার পাইটার আলাউদ্দিন ও  ইসলামইল মৃত্যু দেহকে জীবন ঝুকি নিয়ে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস মৃত্যু ঘোষনা করেন। চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফাইয়ার পাইটার আলাউদ্দিন ও ইসলাইল হোসেন জানান, আমরা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে ৬০ফুট উপরে নারীকেল গাছ থেকে মরদেহ নিচে নামাতে হয়েছে। ওই সময় যদি লাশটি পড়ে যেত তাহলে পরিবারের পক্ষ থেকে আমাদের উপরই দোষ দেয়া হত।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:২১ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ