চরফ্যাশনে ডির্ভোসি স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ডির্ভোসি স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!
বুধবার ● ১৭ জুলাই ২০২৪


চরফ্যাশনে ডির্ভোসি স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে ডির্ভোসের ৪বছর পর সাবেক স্বামীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে শিউলি আক্তার মুক্তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী শরিয়াহ মোতাবেক মাওঃ হাবিব উল্যাহ ছেলে জসিম উদ্দিনের সাথে মৃত লুৎফুর রহমানে কন্যা শিউলী আক্তার মুক্তার সাথে ২০০৬সালে ১লাখ ৮০হাজার টাকা দেন মহরে বিবাহ সম্পন্ন হয়। ১১নম্বের/১৯ তারিখে জসিম উদ্দিনের সাথে বিচ্ছেদ হয়। জসিম উদ্দিনের পিতা মাওঃ হাবিব উল্যাহ তাকে ২০১৬সালে চরশশীভূষন মৌজা থেকে ডিয়ারা ৬১৪খতিয়ান ৭১৭ ও ৭২০নং দাগ থেকে ৫৬শতক জমি হেবা দলিল প্রদান করেন। যার নং ১৭৪৬। উক্ত জমি জসিম উদ্দিন ভোগদখল করেছেন। বিচ্ছেদকৃত মুক্তা ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ও চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে ১৮৪/২১ মামলা দায়ের করেন। উক্ত মামলা জসিম উদ্দিন ৩০এপ্রিল/২২সালে ২১দিন জেল হাজতে কারাবাস করেছেন। মামলা দুটি বিচারাধীন রয়েছে।
জমিটি জসিম উদ্দিন বিক্রির জন্যে বায়না চুক্তি করা হলে মুক্তা, তার চাচা রসুলপুর কলেজের সহকারী আধ্যপক ও আওয়ামীলীগ নেতা মো. ইউনুছসহ আত্মিয় স্বজন জমিতে মাটি কেটে ঘর উত্তোলন করে। এতে জসিম উদ্দিন শশীভষণ থানায় অভিযোগ করলে পুুলিশ মুক্তাগংদেরকে উচ্ছেদ করে দেন। জসিম উদ্দিন ও যারা বায়না চুক্তি করেছে তাদেকে হুমকী ধমকী দেয়। উক্ত জমি বিক্রি করতে হলে তাদেরকে ৭লাখ টাকা চাঁদা দিতে হবে নচেৎ জমির অর্ধেক ছেড়ে দেয়ার জন্যে চাপ প্রয়োগ করেন। জসিম উদ্দিনের দাবী যেখানে আমার সাথে মুক্তার বিচ্ছেদ হয়েছে। তিনি আদালতে দু‘টি মামলা দায়ের করেছে ওইগুলো  বিচারাধীন রয়েছে। আমার জমি ও হুমকীর বিষয়টি আমি প্রশাসনের কাছে বিচার দাবী করছি।
শশীভূষন থানার ওসি ম. এনমুল হক বলেন, আমার কাছে জমির বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে। বিষয়টি  আমি ফয়সালা করার চেষ্টা করছি।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৫ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ