গলাচিপায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
বুধবার ● ১৩ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
“প্রাথমিক শিক্ষা দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে। ১৩মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত শিক্ষা সপ্তাহের ১ম দিনে বুধবার সকালে গলাচিপা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এর উদ্দোগ্যে উপজেলা প্রশাসন চত্বর থেকে নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, দীপশিখা জয়ন্তী, মো. বায়েজীদ ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. কামাল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল শিশুকে প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:১৭ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ