মৎস্য ও কৃষিখাতে ক্ষয়ক্ষতি কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা

প্রথম পাতা » আবহাওয়া » মৎস্য ও কৃষিখাতে ক্ষয়ক্ষতি কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪


---

কলাপাড়া সাগরকন্যা অফিস
মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় কুয়াকাটা-কলাপাড়ায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘন্টায় কলাপাড়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া অফিস। এছাড়া গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত। এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাটসহ ঘরবাড়ি। ভেসে গেছে বেশকিছু মাছের ঘের ও পুকুর। লোকসানের মুখে পড়েছেন সবজী চাষি কৃষকরা। এদিকে, আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৪ ● ১৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ