৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে সামুদ্রিক মাছ জব্দ করে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে সামুদ্রিক মাছ জব্দ করে জরিমানা
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী ৩টি বাস থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। এসময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ৩ বাসের চালককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্বাস, অন্তরা ও মীমজাল পরিবহন থেকে ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়েছে। সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও সমুদ্র থেকে এসব মাছ শিকার করে কিছু অসাদু জেলেরা।

বাংলাদেশ সময়: ১১:২৯:৫৬ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ