১৭ মার্চ সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

প্রথম পাতা » সর্বশেষ » ১৭ মার্চ সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
বুধবার ● ১৩ মার্চ ২০১৯


প্রতীকী ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ১৭ মার্চ (রবিবার) সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অন্য কর্মসূচির মধ্যে সব হাসপাতালে মানসম্মত খাবার পরিবেশন করা, শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা এবং বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩২ ● ৫১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ