চরফ্যাশনে আলীম পরীক্ষায় বহিস্কার-১৬

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আলীম পরীক্ষায় বহিস্কার-১৬
রবিবার ● ৩০ জুন ২০২৪


চরফ্যাশনে আলীম পরীক্ষায় বহিস্কার-১৬

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অসাধউপায় অবলম্বনের  দায়ে ইউএনও নওরীন হক ১৬জনকে সাময়িক বহিস্কার করেন।
জানা যায, চরফ্যাশন কামিল মাদ্রাসায় কেন্দ্রে রবিবার আলিম শ্রেণিতে পবিত্র কোনআন মজিদ পরীক্ষা চলছিল। প্রথম দিন নকলের মহাউৎসব কথা গোপন সংবাদে ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও নওরীন হক কেন্দ্র পরিদর্শন করেন। অসাধ উপায় অবলম্বনে দায়ে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়। তবে তারা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী বলে জানা গেছে।
কেন্দ্রে সচিব মাওঃ নুরুল আমীন বলেন, বেলা ১১টায় ইউএনও স্যার ১নং কক্ষ থেকে ২জন, ২নং কক্ষ থেকে ৬জন ও ৩নং কক্ষ থেকে ২জনসহ মোট ১০জনকে এক দিনের জন্যে অব্যহতি দিয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৪৭ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ