গৌরনদীতে নির্বাচনোত্তর সহিংসতায় আহত-৫

প্রথম পাতা » পিরোজপুর » গৌরনদীতে নির্বাচনোত্তর সহিংসতায় আহত-৫
শনিবার ● ২৯ জুন ২০২৪


গৌরনদীতে নির্বাচনোত্তর সহিংসতায় আহত-৫

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন ও  পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত উপজেলা চেয়ারম্যান ও  মেয়র প্রার্থীর আরো ৫ কর্মী সমর্থককে  পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। গুরুতর আহত ২ কর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়ার কতিপয় কর্মী-সমর্থকরা শুক্রবার রাতে হামলা চালিয়ে  পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমানের কর্মী ডুমুরিয়া গ্রামের কালাম হাওলাদার ওরফে বাঘা কালাম,  নাঠে গ্রামের ঠিকাদার সৈয়দ মাইদুল ইসলাম নয়নকে পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় ওই ২ কর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, উপ-নির্বাচনোত্তর বিজয়ী মেয়র প্রার্থী আলহাজ¦ আলাউদ্দিন ভূইয়ার কতিপয় কর্মী সমর্থকরা বৃহস্পতিবার  দুপুরে হামরা চালিয়ে  পরাজিত মেয়র প্রার্থী এইচ.এম জয়নাল আবেদীনের  সমর্থক টরকী বন্দরের ব্যবসায়ী শুভ খান, বারেক সরদার ও মুন্না ঘরামীকে মারধর করে এবং শুভ খানের দোকান ঘর তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ দোকান খুলে দেয়।
গৌরনদী থানার (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান,   এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১২:৪৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ