আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ি নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ি নিহত
শুক্রবার ● ২৮ জুন ২০২৪


আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ি নিহত

অমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে হিমাচল সীমান্ত পরিবহন গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খাঁন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।
জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। অপর দিকে ব্যবসায়ী মঞ্জু খান কুতুবপুর দরবার থেকে মোটর সাইকেলে পটুয়াখালী ফিরছিল। পথিমধ্যে মোটর সাইকেল ও পরিবহন বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খান (৪৮) ও মোতালেব হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান খান তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে ব্যবসায়ী মঞ্জু খান নিহত হয়। নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের আড়ৎ ব্যবসায়ী। পুলিশ ঘাতক বাসটি ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় এনেছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাস ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২০ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ