বেতুয়া লঞ্চঘাটে প্রবাসীকে মারধর, গ্রেফতার-৩

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বেতুয়া লঞ্চঘাটে প্রবাসীকে মারধর, গ্রেফতার-৩
রবিবার ● ২৩ জুন ২০২৪


বেতুয়া লঞ্চঘাটে প্রবাসীকে মারধর, গ্রেফতার-৩

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে বেতুয়া লঞ্চঘাটে বিদেশ ফেরত এক যাত্রীকে পিটিয়ে ডলার ও স্বর্ণলংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে প্রবাসী রাকিব পাটোয়ারী বাদী হয়ে ৪ জন ঘাট শ্রমিককে আসামী করে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন। রাতেই চরফ্যাশন থানা পুলিশ ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রোববার (২৩ জুন) সকালে আদালতে সোপর্দ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, লঞ্চঘাট শ্রমিক মো. কামাল হোসেন (৩৫), হাবিব উল্লাহ (৩৮), মো. রিপন বেপারী (৩২)।
জানা যায়, শনিবার সকালে বেতুয়া লঞ্চঘাটে প্রবাসীর মালামাল নামানো নিয়ে বিদেশ ফেরত লঞ্চ যাত্রী রাকিব পাটোয়ারীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করেন লঞ্চঘাটের শ্রমিক কামাল, হাবিবুল্লাহ, রিপনসহ ৬-৭ জন। এনিয়ে বিদেশ ফেরত যাত্রী রাকিব পাটওয়ারীর সাথে তাদের তর্কবিতর্ক হয়। তর্কের জের ধরে হামলার
শিকার হন। এসময় হামলাকারীরা তার সঙ্গে থাকা মানিব্যাগ ছিনিয়ের নিয়ে ২ হাজার ৬০০ ডলার ও তিন ভরি স্বর্ণ হাতিয়ে নেন।
হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার এগিয়ে গেলে তার ভগ্নিপতি হাছান, বোন ফাতেমা ও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
এঘটানায় তিনি বাদী হয়ে এজাহার নামীয় ৪ জনসহ অজ্ঞাতর কয়েকজনকে আসামী করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪৮ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ