চরফ্যাশনে রাসেল ভাইপার আতংক!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে রাসেল ভাইপার আতংক!
শনিবার ● ২২ জুন ২০২৪


চরফ্যাশনে রাসেল ভাইপার আতংক!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলাসদর, দৌলতখান, তজুমুদ্দিন ও লালমোহনে রাসেল ভাইপার সাপ ধরা হলে চরফ্যাশনেও আতংক সৃষ্টি হয়েছে। সাধারন কৃষকসহ গ্রামগঞ্জের মানুষের মাঝে আতংক সৃষ্ট হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে পৌরসভা ৪নং ওয়ার্ডের ভদ্রপাড়ায় কালিবাড়ী রোর্ডের পূর্ব পাশে সড়কে ৩২টি সাপের বাচ্চাসহ ১টি বড় সাপ কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরো আতংক ছড়িয়ে পড়ে।
পৌরসভা ৪নং ওয়ার্ডের গৃহবধূ তাছলিমা বেগম বলেন, আমরা বাচ্চাদের নিয়ে খুবই আতংকে রয়েছি। রাতে ঘরে প্রবেশ করলে দরজায় ফাঁকা দিয়ে তাকিয়ে থাকি আবার রাসেল ভাইপার সাপ আসে কিনা ? শিশুরা সহ সকলে ্আতংকে বসবাস করছি।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শুভন বসাক বলেন, রাসেল ভাইপার সাপ নিয়ে কোন আতংক নয়। কামড়েরর সাথে সাথে হাসপাতালে আনা হলে বিষ নষ্ট করার ইনজেকশন দিলেই বিষ নষ্ট  হয়ে যাবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:৩১ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ