গোপালগঞ্জে এমপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে এমপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪


গোপালগঞ্জে এমপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে ফ্রী মেডকিলে ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  শেখ সয়েরা খাতুন মেডকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম’সহ ১০ জন চিকিৎসক সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য  শেখ ফজলুল করিম সেলিমের উদ্যোগে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হেেয়ছ বলে জানান ক্যাম্পের আয়োজক   ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক  মোহাম্মদ নজরুল ইসলাম।
ফ্রী মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাজ্জাদ খান, আকবর হোসেন, আমিনুল হাসান শাহীন, কাবুল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩১:১৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ