কাউখালীকে স্মার্ট উপজেলা গড়ে তুলতে চাই-এমপি মহারাজ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীকে স্মার্ট উপজেলা গড়ে তুলতে চাই-এমপি মহারাজ
বুধবার ● ১৯ জুন ২০২৪


কাউখালীকে স্মার্ট উপজেলা গড়ে তুলতে চাই-এমপি মহারাজ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে বুধবার( ১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মো,. মহিউদ্দিন মহারাজ।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: স্বজল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ,কে,এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্যও প:প:  কর্মকর্তা ডা: সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে। তুলনামূলক কাউখালীতে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে। আমি অবহেলিত কাউখালীতে অগ্রঅধিকারী ভিত্তিতে কাজ করব। আমার দ্বারা কোন বৈষম্য হবে না। সকলের সহযোগিতায় কাউখালীকে আধুনিক স্মার্ট উপজেলা  গড়ে তুলবো ।এলাকার সকলে ঐক্যবদ্ব ভাবে কাজ করলে শতভাগ উন্নয়ন সম্ভব হবে।

 

 


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৭ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ