গৌরনদীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার
বুধবার ● ১৯ জুন ২০২৪


গৌরনদীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ওমান প্রবাসীর স্ত্রী ও চাচাতো ভাবিকে (৩১) জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়রেন বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচাতো দেবর সাইফুল ইসলাম আকন (৩১)কে  স্থানীয়রা আটক করে রাতেই থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে ভিকটিম ভাবি বাদি হয়ে চাচাতো দেবর সাইফুল ইসলাম আকনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। সে (সাইফুল) ওই গ্রামের আ. জব্বার আকনের অবিবাহিত ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো, শাহাবুদ্দিন জানান, উপজেলার বাদুরতলা গ্রামের ওম্যান প্রবাসীর স্ত্রী(৩১) ও তার তিন শিশু সন্তানকে নিয়ে পাকা ভবনে বসবাস করে আসছিলেন। একই বাড়ির  অবিবাহিত চাচাতো দেবর সাইফুল ইসলাম আকন(৩১) কথা বলার কথা বলে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর দালানে প্রবেশ করে। এরপর চাচাতো দেবর সাইফুল প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকেন। শিশু সন্তানরা ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে রাত সোয় ১১টার দিকে ওমান প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে দেবর  সাইফুল ইসলাম। এ সময় প্রবাসীর স্ত্রীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটককৃত সাইফুলকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম আকনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। ভিকটিমকে বুধবার দুপুরে বরিশাল  শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাবুদ্দিন জানান।

 

 

 

এমসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:০১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ