গৌরনদীতে রাজমিন্ত্রির লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে রাজমিন্ত্রির লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!
শুক্রবার ● ১৪ জুন ২০২৪


গৌরনদীতে রাজমিন্ত্রির লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে পুকুর থেকে  আলমগীর সরদার (৪৫) নামে এক রাজমিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।  গতকাল শুক্রবার সকাল ৮ টাার দিকে উপজেলার আধুনা গ্রামের বাচ্চু সরদারের বাড়ির উত্তর পাশের পুকুর থেকে ওই রাজমিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার করা হয়।  তবে, নিহতের পরিবারের দাবী হত্যার পর লাশ পুকুরে ফেলা হয়েছে। সে (আলমগীর) ওই গ্রামের আলী হোসেন সরদারের ছেলে ও দুই সন্তানের জনক।
নিহতের ছেলে ইলিয়াস সরদার অভিযোগ করে বলেন, বসত বাড়ির জমি নিয়ে আমাদের সঙ্গে আমার ছোট চাচা শাহাবুদ্দিন সরদারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে আমার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল চাচা শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে বাবা চন্দ্রহার বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে আমাদের আরেক চাচাতো চাচা বাচ্চু সরদারের পুকুরে বাবার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। আমাদের ধারনা শ^াসরোধে হত্যার পর বাবার লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।
ওই এলাকার ইউপি সদস্য হারুন অর রশিদসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলা নির্বাচনে আলমগীর সরদার কারো সমর্থক ছিলো না। সে (আলমগীর) খুব নিরিবিলি লোক ছিলো।
গৌরনদী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আলমগীরের লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য আলমগীরের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৫৭ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ