চরফ্যাশনে কৃষি প্রযুক্তি মেলা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে কৃষি প্রযুক্তি মেলা
সোমবার ● ১০ জুন ২০২৪


চরফ্যাশনে কৃষি প্রযুক্তি মেলা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন মাত্রা এই প্রতিপাদ্য”শ্লোগান নিয়ে চরফ্যাশনে জাতীয় কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ৭জেলা নিয়ে এই প্রকল্পটি অর্ন্তভূক্ত করা হয়েছে।
নতুন একটি প্রযুক্তি সল্প আয়োজনে অনুষ্ঠিত হলেই সারা বাংলায় মুহুত্বের মধ্যে পৌছে যায়।
রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্তরে ফল ও কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
মেলা শেষে কৃষক ও শিক্ষার্থীদে উৎসাহিত করার জন্যে মাটির নিচের ফসল ও কৃষি প্রযুক্তি গুলোর প্রতি গুরুত্ব দেয়ার  আহবান জানানো হয়।
উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান বলেন, ইতিপূর্বে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। সেখানে উপজেলার নারী পুরুষ কৃষকগন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা সানাউল্লাহ আজমের
উপস্থাপনায় বক্তৃতা করেন সাংবাদিক এম আমির হোসেন, আমিনাবাদ ইউপি সদস্য আবুল কাশেম। ফল মেলা বিভিন্ন ধরনের ফলও সবজির ও কৃষি প্রযুক্তি সরঞ্জাম দিয়ে স্টোলগুলো সাজানো হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪১:১১ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ