নেছারাবাদে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রশিক্ষণ
শুক্রবার ● ৭ জুন ২০২৪


নেছারাবাদে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রশিক্ষণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজলা পরিষদ হলরুম আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মসূচিত সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। প্রশিক্ষণে উপজলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন, মেডিকেল অফিসার ডা. সুমন হালদার প্রশিক্ষণ দেন। উপজলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মহসিন আলমের সঞ্চালনায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে করনীয় বিভিন কর্মসূচির প্রস্তাব দিয়ে আরও বক্তব্য রাখেন উপজলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা, সরকারি স্বরপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ মিস্ত্রী, বীর মুক্তিযাদ্ধা ও সাংবাদিক মো নজরুল ইসলাম, ইউপি চয়ারম্যান আব্দুর রশিদ, তৌহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির বেপারী প্রমুখ। প্রশিক্ষণে উপজলা টাস্কফোর্স কমিটির সদস্য উপজলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযাদ্ধা, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পূজা পরিষদের প্রতিনিধি ও এনজিও কর্মী অংশ নয়।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:২৫ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ