ডাকসু’র ভিপি হলেন গলাচিপার সন্তান নুর
প্রথম পাতা »
সর্বশেষ »
ডাকসু’র ভিপি হলেন গলাচিপার সন্তান নুর
গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
দীর্ঘ ২৮বছর পর ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছে গলাচিপার ছেলে নুরুল হক নুর। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে। ডাকসু নির্বাচনে তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল-রাশেদ-ফারুক প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছে। এছাড়া তিনি কোটা সংষ্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা যায়। ডাকসু নির্বাচনে ভিপি পদে ১১হাজার ৬২ভোট পেয়ে নির্বাচিত হন। নুরুলের বিজয়ে গলাচিপার সর্বস্তরের জনগন আনন্দ প্রকাশ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পিতা ইদ্রিস হাং ১৯৭৫সালে পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের পৈতিক নিবাস ছেড়ে নুরুলের দাদা ও ৩চাচা গলাচিপার উত্তর চরবিশ্বাস এলাকায় বসবাস শুরু করে। ১৯৯১সালে তার পিতা ইদ্রিস হাং নিজ এলাকায় ইউপি সদস্য নির্বাচিত হন। তার ৬-৭ কানি জমি এবং স্থানীয় বাজারে চায়ের দোকান রয়েছে। নুরুলের ৬বছর বয়সে তা মা নিলুফা বেগম মারা যায়। নুরুলের ৫বোন ও ৩ভাই রয়েছে। ৩ভাইয়ের মধ্যে নুরুল মেঝ। নুরুলের বড় ভাই নুরুজ্জামান হাং ও ছোট ভাই আমিনুল ইসলাম ঢাকা উত্তরা এলাকায় মুদি মনোহরী ও গেঞ্জি বিক্রির ব্যবসা করে। তার ৫ বোনের মধ্যে তিন বোন বিবাহিত। বাকি দুই বোন মধ্যে সীমা আক্তার দশমিনা কলেজ থেকে ২০১৯সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে এবং ইতি আক্তার চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৯সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
এদিকে, নুরুল চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ম শ্রেনি পর্যন্ত লেখাপড়া শেষ করে ঢাকায় চলে আসে। ২০১০সালে গাজীপুর জেলা কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৪.৯২ফলাফল অর্জন করে এবং ২০১২সালে ঢাকা উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন একই ফলাফল অর্জন করে। এরপর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পায়। এর মাঝখানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এদিকে গত তিন বছর আগে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করে নুর। নুরের স্ত্রী মরিয়ম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।
এ ব্যাপারে নুরুল হক নুর এর বাবা ইদ্রিস হাওলাদার প্রতিবেদককে জানান, ছেলের বিজয়ে আমার এলাকার সর্বস্তরের জনগন খুব খুশি। এ বিজয় আপনাদের সকালের। আমার ছেলে ভবিষ্যতে যাতে বড় কিছু হতে পারে তার জন্য তিনি সবার জন্য দোয়া চেয়েছেন।
এনআরএস/এমআর
বাংলাদেশ সময়: ১৫:১৯:০৭ ●
৫৮৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)