ছাতকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন কিরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন কিরণ
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪


ছাতকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন কিরণ

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বে সরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। তিনি কাপ-পিরিচ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৪১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা আনারস প্রতিকে পেয়েছেন৩৫ হাজার ৯৬৩ ভোট। ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হন মো. আব্দুস সামাদ। চশমা প্রতিকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৫৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইজাজুল হক রনি বৈদ্যুতিক বাল্ব প্রতিকে পেয়েছেন ১১ হাজার ২৩২ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন  ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছাঃ লিপি বেগম। বুধবার রতে বে-সরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো.  গোলাম মোস্তফা মুন্না ।  ছাতকের একটি পৌর সভা ও ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ৯ ৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯০৩ জন। এখানের ১০৩ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ছাতকে শান্তিপুর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে চেয়ারম্যান পদে মুলত চাচা ভাতিজার মধ্যে হয়েছে ভোটযুদ্ধ। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৯ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ