চরফ্যাশনে রেমাল তান্ডবে ১৭শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে রেমাল তান্ডবে ১৭শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪


চরফ্যাশনে রেমাল তান্ডবে ১৭শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় রেমাল ঘূূর্ণিঝড়ের আঘাতে মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে ৫টি  সম্পূর্ণ ১২টি আংশিক বিধ্বস্ত হয়েছে।
গফুরপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার পুরো ঘরটি মাটিতে পড়ে গেছে। এখন পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। বিদ্যালয়টি দ্রুত গতিতে স্থাপন না করা হলে স্থানীয় শিশুদের লেখা-পড়া বিঘœ সৃষ্টি হবে।
মিনাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, তার প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঘরটি মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত বরাদ্দের দাবী জানিয়েছেন। এ ছাড়াও ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নুরাবাদ মাধ্যমিক বিদ্যায়টিও ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আমরা ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রেরণ করা হয়েছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি একান্ত প্রচেষ্টায় বরাদ্দ পাবো ইনশাহ আল্লাহ।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:২৫ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ