গৌরনদীতে মামলা না তোলায় ফের অপহরণ!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে মামলা না তোলায় ফের অপহরণ!
শুক্রবার ● ২৪ মে ২০২৪


গৌরনদীতে মামলা না তোলায় ফের অপহরণ!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে অপহরণ মামলা উত্তোলণ না করায় হিন্দু সম্প্রদায়ের এক তরুনীকে ফের অপহরণ করা অভিযোগে অভিযুক্ত স্বজন বেপারীসহ ৪জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের সুনীল মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল বাদি হয়ে এ নালিশী অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক নালিশী অভিযোগটি আমলে নিয়ে বিচারাধীন অপহরণ মামলায় জামিনে থাকা ওই চার আসামির রিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি করে অপহৃত তরুনীকে উদ্ধারের জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দেন।
বাদি সুকান্ত মন্ডল অভিযোগ করে বলেন, গত বছরের ১ জুন আমার বোনকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী বাড়ির মানিক বেপারীর ছেলে স্বজন বেপারী। এঘটনায় সজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বোনকে উদ্ধার করা হয়। ওই মামলায় দীর্ঘদিন জেলখাটে আসামী সজন। পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর সজন ও তার পরিবারের সদস্যরা মামলা উত্তোলনের জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। কিন্তু মামলা উত্তোলণ করতে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে আমার বোনকে পূর্নরায় অপহরণ করে নিয়ে যায় স্বজন বেপারী ও তার সহযোগিরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও আমাদের অভিযোগ নেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার আদালতে নালিশী মামলা দায়ের করেছি।
আদালতের বিচারক নালিশী অভিযোগটি আমলে নিয়ে পূর্বের অপহরণ মামলায় জামিনে থাকা ওই চার আসামির রিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি করে অপহৃত তরুনীকে উদ্ধারের জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, আদালতের নির্দেশনার কপি থানায় পৌছলে নির্দেনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৬:৫২ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ